এশিয়ান বাংলা ডেস্ক : সৌদি রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সুস্পষ্ট দলিল-প্রমাণ হাতে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সৌদি যুবরাজের সম্পৃক্ততার বিষয়টি ধামাচাপা দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর র‍্যান্ড পল।

কেন্টাকি রাজ্য থেকে নির্বাচিত এ সিনেটর সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানই যে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন, সে ব্যাপারে সুস্পষ্ট দলিল-প্রমাণ সিআইএর হাতে এসেছে। কাজেই এখন আর তা ধামাচাপা দিয়ে রাখা যাবে না।

র‍্যান্ড পল বলেন, খাশোগি হত্যার দায়ে সৌদি আরবে আটক গোয়েন্দা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের উচিত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা।

তিনি বলেন, মোহাম্মাদ বিন সালমানকে বাঁচানোর জন্য এসব গোয়েন্দা কর্মকর্তাকে আটক করা হয়েছে। কাজেই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে মোহাম্মাদ বিন সালমানের বিচার করার উদ্যোগ নেয়া উচিত।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতর ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি।

Share.

Comments are closed.

Exit mobile version