এশিয়ান বাংলা, ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা। সোমবার বিকালে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা দলে যোগ দেন। যোগ দেয়া সাবেক নেতা কর্মকর্তারা হলেন, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লে. কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লে. কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লে. কর্নেল (অব.) আ. ফ. ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.)
বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ। যোগদানকারী লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বলেন, ‘সেনাবাহিনীর কর্মকর্তা আমরা যারা বিভিন্ন ক্লাব কার্যক্রমে ছিলাম, তারা ভাবলাম এই ক্রান্তিলগ্নে আমাদের দায়িত্ব পালন করা দরকার। ড. কামাল হোসেনের নেতৃত্বে দেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে, দেশে নিখুঁত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ এগিয়ে যাবে।

Share.

Comments are closed.

Exit mobile version