এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি হাসপাতালে গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে চারজন। এর মধ্যে রয়েছেন একজন ডাক্তার, একজন ফার্মাসিউটিক্যাল সহকারী, একজন পুলিশ কর্মকর্তা ও অস্ত্রধারী নিজে। শিকাগোর মেয়র রাম ইমানুয়েল এ খবর নিশ্চিত করেছেন। সোমবার স্থানীয় সময় বিকাল ৩টায় শিকাগোর মার্শি হাসপাতালে ওই হামলা চালায় এক অস্ত্রধারী। এ সময় সে হাসপাতালের গাড়ি পার্কিংয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। এক পর্যায়ে সে একটি ভবনের ভিতরে আশ্রয় নেয়। এ সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে হামলাকারী নিহত হয়েছে।
তবে সে আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত নয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
কর্মকর্তারা বলছেন, এক নারীর সঙ্গে অস্ত্রধারীর প্রেমের সম্পর্ক থেকেই এ হামলা হয়ে থাকতে পারে। সে ওই নারীকে টার্গেট করে এমন হামলা চালিয়ে থাকতে পারে। তবে প্রকৃতপক্ষে কি উদ্দেশ্য ছিল তার তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশের এক মুখপাত্র বলেছেন, একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন গুলি বিনিময়ের সময়। ওই সময় আরো একজন পুলিশ কর্মকর্তা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মার্শি হাসপাতাল থেকে লোকজনকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পুলিশ ঘিরে ফেলে হাসপাতাল চত্বর।