এশিয়ান বাংলা ডেস্ক : পৌঁছামাত্র বাংলাদেশীদের ভিসা দেবে চীন। ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে। এমন ভিসা দেয়া হবে জরুরি মানবিক ইস্যুতে, ব্যবসায়িক কাজে, মেরামত কাজে, পর্যটন ও অন্যান্য জরুরি প্রয়োজনে। ঢাকাস্থ চীন দূতাবাসকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি স্টার। এতে বলা হয়েছে, যদি কেউ পর্যটক হিসেবে চীন সফরে যেতে চান তাহলে তাদেরকে সংগঠিত হতে হবে এবং চীনা ট্রাভেল এজেন্সিগুলো থেকে ট্যুরিস্ট হিসেবে স্বীকৃত হতে হবে। ব্যবসায়িক, মেরামত কাজ বা অন্যান্য জরুরি প্রয়োজনে এক্ষেত্রে চীনা প্রতিষ্ঠান বা চীন থেকে আমন্ত্রণ থাকতে হবে। চীন দূতাবাসের মুখপাত্র চেন উই বলেছেন, বাংলাদেশী নাগরিক সহ বিদেশীদের জন্য পোর্ট ভিসা সিস্টেম কার্যকর। এ সিস্টেমে কোনো সুনির্দিষ্ট দেশের বিরুদ্ধে বিধিনিষেধ নেই।

তবে চীনে প্রবেশ করতে হলে প্রবেশের উদ্দেশ্য পরিস্কার হতে হবে। পোর্ট ভিসার মেয়াদ থাকে ৩০ দিন। এসব যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকরা চীনের সংশ্লিষ্ট পোর্টের মাধ্যমে পোর্ট ভিসা নিয়ে চীনে যেতে পারেন।

Share.

Comments are closed.

Exit mobile version