এশিয়ান বাংলা, ঢাকা : ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচন থেকে পালাতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, আমাদের ৭ দফা দাবির একটিও মানেনি সরকার। সরকার ভেবেছিল বিএনপি নির্বাচনে অংশ নেবে না। কিন্তু আমরা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছি। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার আতঙ্কিত হয়ে গেছে। ভয় পেয়েছে। আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।

এখন তাদের পরাজয়ের ভয় শুরু হয়েছে। তাই পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন থেকে পালিয়ে যেতে পারে। মওদুদ বলেন, দেশের মানুষ এবার যদি মুক্তভাবে ভোট দিতে না পারে, মানুষ তাদের মনের ইচ্ছের প্রতিফলন ঘটাতে না পারে, তাহলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, যখন আমরা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলাম তখন বিভিন্ন রিপোর্ট প্রকাশ হওয়া শুরু হলো। একটা রিপোর্টও বলেনি যে আওয়ামী লীগ জয়লাভ করবে। এজন্য তারা বেপরোয়া হয়ে গেছে। আমাদের ওপর এত নির্যাতন, নেত্রী জেলখানায়, হাজার হাজার নেতা-কর্মী জেলখানায় ও মামলায় জর্জরিত।

কিন্তু তারপরও একটু আলোর রশ্মি আছে। সেটা হলো ধানের শীষের জোয়ার। এই জোয়ার যেদিন আসবে সেদিন সরকারের সমস্ত পরিকল্পনা, সমস্ত নীল নকশা ভেঙে খান খান হয়ে যাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মওদুদ আহমদ বলেন, ভোটারদের বুঝাতে হবে এবার আপনাদের শেষ চান্স। আর আপনারা সুযোগ পাবেন না। দরকার হলে আপনাদেরকে লড়াই করে ভোট দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে যারা বাধা দেবে তাদের প্রতিহত করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।

এভাবে যদি ধানের শীষের পক্ষের ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট কেন্দ্রে যায় এবং লড়াই করার জন্য প্রস্তুত থাকে তাহলে বিজয় নিশ্চিত। আলোচনা সভায় সংগঠনের সভাপতি আলহাজ একেএম মোয়াজ্জম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান ঢালী, বিএনপির নির্বাহী কমিটির সদস্যপদ আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদ?ল নেতা কাদের সিদ্দিকী প্রমুখ।

Share.

Comments are closed.

Exit mobile version