এশিয়ান বাংলা, ঢাকা : আফগানিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫০ জন। হতাহত সবাই আফগান নিরাপত্তাবাহিনীর সদস্য। আজ দুপুরের দিকে দেশটির খোস্ত প্রদেশের ইসমাইল খেল জেলায় এ ঘটনা ঘটে। তখন জুম্মার নামায আদায়ের জন্য বিপুল সংখ্যক মুসল্লী মসজিদটিতে জড়ো হয়েছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় নি কোন পক্ষ। তবে হামলার জন্য প্রাথমিকভাবে ইসলামপন্থী জঙ্গি অর্থাৎ তালেবানকে সন্দেহ করা হচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র আব্দুল্লাহ নিশ্চিত করেছেন, আত্মঘাতী হামলায় নিহতদের সবাই আফগান নিরাপত্তাকর্মী।

সম্প্রতি দেশটিতে তালেবানদের সহিংস হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক সপ্তাহে একাধিক হামলা চালিয়েছে সংগঠনটি। এখন পর্যন্ত কট্টরপন্থী এই সংগঠনের যোদ্ধাদের হাতে শত শত নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

বেশ কিছু জায়গায় নিরাপত্তা তল্লাশি চৌকি তছনছ করে দিয়ে অস্ত্র লুট করেছে তারা। তিন দিন আগেও তারা কাবুলে ইদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়েছে তালেবানরা। এ হামলায় অর্ধ শতাধিক আলেম নিহত হন। আহত হন প্রায় ১০০ জন।

Share.

Comments are closed.

Exit mobile version