এশিয়ান বাংলা ডেস্ক : বিমানে এক কেবিন ক্রুকে উত্যক্ত করায় ভারতীয় বংশোভূত অস্ট্রেলিয় নাগরিককে তিন সপ্তাহের কারাদন্ড দেয়া হয়া হয়েছে। সিঙ্গাপুরের এক কেবিন ক্রুর করা অভিযোগের প্রেক্ষিতে তাকে এ সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছে জি নিউজ অনলাইন।
পারঞ্জাপি নিরাঞ্জন জয়ন্ত নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি গত আগস্ট মাসে সিডনি থেকে সিঙ্গাপুরে যাবার বিমানে ওঠে। আট ঘন্টার সেই যাত্রায় তিনি ২৫ বছর বয়সী নারী কেবিন ক্রুকে উত্যক্ত করে সে। বেশ কয়েকবার ওই কেবিন ক্রুর কাছে গিয়ে তার মোবাইল নম্বর চায়। কিন্তু ওই নারী তাকে এড়িয়ে যান। এক পর্যায়ে জয়ন্ত ওই কেবিন ক্রুর বাম দিকের কোমড়ে চুমু খেতে যায়। পরে ওই নারী তার কাছ থেকে সরে যান।

ফ্লাইটটি অবতরণ করার প্রায় এক ঘন্টা আগে জয়ন্ত আবারো ওই নারীকে উত্যক্ত করে। তখন ওই কেবিন ক্রু দ্রুত তার সুপারভাইজারকে এ বিষয়ে অবগত করেন। পরবর্তীতে তিনি চ্যাঙ্গি এয়ারপোর্ট টার্মিনালের পুলিশ পোস্টে একটি অভিযোগ দায়ের করেন। কেবিন ক্রুকে উত্যক্ত করায় তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি অভিযোগ আমলে নিয়ে তাকে এ সাজা দেয়া হয়।
জয়ন্তকে আদালতে হাজির করানো হয়নি। তিনি জেলা জজ লিম তিসে হাউকে বলেন, এ কাজ করার সময় আমি মদ্যপ অবস্থায় ছিলাম। মদ্যপ অবস্থায় আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। এ ঘটনার কারণে আমি অনুতপ্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য আত্মসমর্পন করছি।
প্রত্যেক অভিযোগের প্রেক্ষিতে তিনি দুই বছর করে কারাদন্ড এবং জরিমানা অথবা বেত্রাঘাতের শিকার করতে পারত।

Share.

Comments are closed.

Exit mobile version