এশিয়ান বাংলা ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে ১লা ডিসেম্বর। এখনো পাসপোর্ট হাতে না পাওয়ায় সাধারণ ক্ষমার সুবিধা থেকে অবৈধ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বঞ্চিত হতে চলেছেন। এ বিষয়ে দুবাই কনস্যুলেটে প্রায় প্রতিদিনই যোগাযোগ রাখছেন তারা। কিন্তু পাসপোর্ট পাচ্ছেন না ভুক্তভোগী অবৈধ বাংলাদেশিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে নতুন পাসপোর্টের জন্য আবেদন করছেন।
এসব আবেদন তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়া হয়। এদের মধ্যে কয়েক হাজার পুলিশ ভেরিফিকেশন বা এসবি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি। তাই দুবাই কনস্যুলেট কয়েক হাজার বাংলাদেশির বরাবরে পাসপোর্ট ইস্যু করতে পারছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইতে নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট অফিস এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগ রাখছে।
এ ছাড়া পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কিন্তু ভেরিফিকেশন রিপোর্ট না আসায় মন্ত্রণালয় বা দুবাই কনস্যুলেট অফিস কিছু করতে পারছে না।
দুবাই কনস্যুলেট অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩০শে নভেম্বরের মধ্যে অবৈধ বাংলাদেশিরা পাসপোর্ট হাতে না পেলে আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুবিধা থেকে বঞ্চিত হবেন। সাধারণ ক্ষমায় এরই মধ্যে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি আউট পাস নিয়ে দেশে চলে গেছেন। যাদের ছয় মাসের জব স্টিকার ভিসা রয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের লেবার মিনিস্ট্রি থেকে ভিসা নিচ্ছেন। অনেকে যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির মাধ্যমে ভিসা নিচ্ছেন। এদিকে প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট পেতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটে ভিড় করছেন।
গতকালের হিসাব অনুযায়ী দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেট থেকে মেশিন রিডেবল ও হাতে লেখা পাসপোর্ট মিলে প্রবাসীদের জন্য প্রায় ৩৫ হাজার পাসপোর্ট ইস্যু করা হয়েছে। ইস্যু করা পাসপোর্টের অর্ধেকের বেশি প্রবাসী ভিসা ছাড়াই আমিরাতে অবস্থান করছেন। বাংলাদেশ কনস্যুলেট অফিসের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ৭০০ পাসপোর্টের কাজ করতে হচ্ছে তাদের। এ ছাড়া দুইশ’র বেশি হাতে লেখা পাসপোর্টধারীদেরও সেবা দিতে হচ্ছে। দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কোয়াইন, রাস আল খাইমা ও ফুজাইরা- এ ৬টি বিভাগের প্রবাসীরা সেবা নিতে আসেন দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটে। ওই হিসাবে এখানে লোকও বেশি, কাজও বেশি। এদিকে চলতি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে প্রথমদিকে প্রবাসীরা আউট পাস কম সংগ্রহ করলেও শেষদিকে এসে তারা এটি বেশি সংগ্রহ করছেন।