এশিয়ান বাংলা, ঢাকা : সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ৩০০ আসনের প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে এসব প্রার্থীর হাতে দলীয় চিঠি তুলে দেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ওলামায়ে কেরামগণ হলেন জাতির জাগ্রত বিবেক। তাদেরকে স্বাতন্ত্র্যতা বজায় রেখে কাজ করতে হবে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠায় ওলামাদের ভূমিকা বেশি থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনার অবতারণা হয়েছে। বিভিন্ন ইসলামবিরোধী শক্তিগুলো কৌশলে ইসলামপন্থিদের ব্যবহার করতে চায়। এ জন্য ওলামায়ে কেরামদের দ্বিধা বিভক্তি তৈরি করে ইসলামবিরোধী শক্তিগুলো ফায়দা নিচ্ছে। এক্ষেত্রে আমাদের আরো সজাগ থাকতে হবে।

ইসলামী আন্দোলনে নেতারা বলছেন, তারা ৩০০ আসনে প্রার্থী দিলেও মূলত ৫৫-৬০টি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে ৯টি আসনের বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন দলের নেতারা।

সিলেট বিভাগে ১৯টি আসনের প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ ফখর উদ্দিন, সুনামগঞ্জ-২ আবদুল হাই আল হাদী, সুনামগঞ্জ-৩ মুহিব্বুল হক আজাদ, সুনামগঞ্জ-৪ তানভির আহমদ তাসলিম, সুনামগঞ্জ-৫ হুসাইন আল হারুন, সিলেট-১ রেদওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-২ আমীর উদ্দিন, সিলেট-৩ এমএ মতিন বাদশা, সিলেট-৪ জিল্লুর রহমান, সিলেট-৫ নূরুল আমীন, সিলেট-৬ মুহাম্মদ আজমল হোসেন। মৌলভীবাজার-১ গিয়াস উদ্দিন, মৌলভীবাজার-২ মতিউর রহমান, মৌলভীবাজার-৩ মুহাম্মদ আসলাম, মৌলভীবাজার-৪ সালাহউদ্দিন, হবিগঞ্জ-১ আবদুল হান্নান, হবিগঞ্জ-২ আবুল জামাল মাসউদ হাসান।

ঢাকা বিভাগে আসন সংখ্যা ৯৪টি। এ বিভাগে প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ আশরাফ আলী, টাঙ্গাইল-২ এসএম শামসুর রহমান, টাঙ্গাইল-৩ রেজাউল করিম, টাঙ্গাইল-৪ আমিনুল ইসলাম, টাঙ্গাইল-৫ খন্দকার ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আঁখিনুর মিয়া, টাঙ্গাইল-৭ রমজান আলী, টাঙ্গাইল-৮ আবদুল লতিফ, জামালপুর-১ আবদুল মজিদ, জামালপুর-২ আবদুল ওয়াহাব, জামালপুর-৩ বোরহান উদ্দিন, জামালপুর-৪ আলী আকবর সিদ্দিকী, জামালপুর-৫ সৈয়দ ইউনুছ আহাম্মদ। শেরপুর-১ মতিউর রহমান, শেরপুর-২ নূরুল ইসলাম, শেরপুর-৩ আবদুস সাত্তার, ময়মনসিংহ-১ হুমায়ুন মো. আবদুল্লাহ আল হাদী, ময়মনসিংহ-২ গোলাম মওলা ভুঁইয়া, ময়মনসিংহ-৩ আইয়ুব আলী নুরানী, ময়মনসিংহ-৪ নাছির উদ্দিন, ময়মনসিংহ-৫ মো. সুরুজ্জামান, ময়মনসিংহ-৬ নূরুল আলম সিদ্দিকী, ময়মনসিংহ-৭ আজিজুল হক, ময়মনসিংহ-৮ আনাস জাওহারী, ময়মনসিংহ-৯ সাইদুর রহমান, ময়মনসিংহ-১০ মো. জয়নুল আবেদীন, ময়মনসিংহ-১১ আমান উল্লাহ সরকার, নেত্রকোনা-১ মামুনুর রশিদ রব্বানী, নেত্রকোনা-২ খোরশেদ আলী, নেত্রকোনা-৩ জাকির হোসেন, নেত্রকোনা-৪ আনোয়ার হুসাইন খান সোহেল, নেত্রকোনা-৫ শামিম হোসেন। কিশোরগঞ্জ-১ মহিউদ্দিন আজমী, কিশোরগঞ্জ-২ সালাহউদ্দিন রুবেল, কিশোরগঞ্জ-৩ আলমগীর হোসাইন, কিশোরগঞ্জ-৪ মাওলানা আহসান উল্লাহ, কিশোরগঞ্জ-৫ মুহাম্মদ ইব্রাহীম, কিশোরগঞ্জ-৬ মুসা খান, মানিকগঞ্জ-১ খোরশেদ আলম, মানিকগঞ্জ-২ মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-৩ মাহমুদুল মোস্তফা, মুন্সীগঞ্জ-১ কেএম আতিকুর রহমান, মুন্সীগঞ্জ-২ মুনসুর আহমাদ মুসা, মুন্সীগঞ্জ-৩ রুহুল আমীন ভূঁইয়া। ঢাকা-১ কামাল হোসেন, ঢাকা-২ জহিরুল ইসলাম, ঢাকা-৩ সুলতান আহম্মেদ খান, ঢাকা-৪ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকা-৫ আলতাফ হোসেন, ঢাকা-৬ মানোয়ার খান, ঢাকা-৭ আবদুর রহমান, ঢাকা-৮ আবুল কাসেম, ঢাকা-৯ অ্যাডভোকেট মানিক, ঢাকা-১০ আবদুল আউয়াল, ঢাকা-১১ আমিনুল ইসলাম, ঢাকা-১২ শওকাত আলী, ঢাকা-১৩ মুরাদ হোসেন, ঢাকা-১৪ আবু ইউসুফ, ঢাকা-১৫ মুফতি হেমায়েতউল্লাহ, ঢাকা-১৬ ছিদ্দিকুর রহমান, ঢাকা-১৭ আমিনুল হক তালুকদার, ঢাকা-১৮ আনোয়ার হোসেন, ঢাকা-১৯ ফারুক খান, ঢাকা-২০ আবদুল মান্নান। গাজীপুর-১ মুফতি আবুল বাশার, গাজীপুর-২ মো. হারুন অর রশিদ, গাজীপুর-৩ মাওলানা রহমতল্লাহ, গাজীপুর-৪ নুরুল ইসলাম সরকার, গাজীপুর-৫ গাজী আতাউর রহমান, নরসিংদী-১ আশরাফ হোসেন ভূঞা, নরসিংদী-২ আরিফুল ইসলাম, নরসিংদী-৩ ওয়ায়েজ হোসেন ভুঁইয়া, নরসিংদী-৪ মজিবুর রহমান, নরসিংদী-৫ গোলাম সারওয়ার ফরিদী, নারায়ণগঞ্জ-১ মুফতি ইমদাদুল হক কাসেমী, নারায়ণগঞ্জ-২ নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ-৩ ছানাউল্লাহ নূরী, নারায়ণগঞ্জ-৪ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ আবুল কালাম মুন্সী। রাজবাড়ী-১ জাহাঙ্গীর আলম খান, রাজবাড়ী-২ নুর মোহাম্মাদ, ফরিদপুর-১ ওয়ালিউর রহমান রাসেল, ফরিদপুর-২ খান মো. সারওয়ার, ফরিদপুর-৩ এমএম নুরুল ইসলাম, ফরিদপুর-৪ আবদুল হামিদ মাস্টার, গোপালগঞ্জ-১ মিজানুর রহমান, গোপালগঞ্জ-২ তসলিম শিকদার, গোপালগঞ্জ-৩ শেখ মোহাম্মদ মারুফ, মাদারীপুর-১ আবু জাফর, মাদারীপুর-২ লোকমান হোসাইন জাফরী, মাদারীপুর-৩ সৈয়দ বেলায়েত হোসেন, শরীয়তপুর-১ তোফায়েল আহমদ কাসেমী, শরীয়তপুর-২ শওকত আলী, শরীয়তপুর-৩ আবু হানিফ। এ ছাড়াও রাজশাহী বিভাগে ৩৯টি, রংপুর বিভাগে ৩৩টি, খুলনা বিভাগে ৩৬টি, বরিশাল বিভাগে ২১টি এবং চট্টগ্রাম বিভাগে ৫৮টি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Share.

Comments are closed.

Exit mobile version