এশিয়ান বাংলা, ঢাকা : বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া সপুর বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা রয়েছে। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার(পূর্ব) খন্দকার নুরন্নবী মানবজমিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সপু গোয়েন্দা পুলিশের হেফাজতে আছে। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন মীর সরফত আলী সপুর সঙ্গে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু ও যুবদল গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বাটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সপুকে গ্রেপ্তার দেখানো হলেও অন্যদের এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার দেখায়নি পুলিশ। এদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মীর সরফত আলী সপু, সাইফুল ইসলাম পটু ও জসিম উদ্দিনের নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করতে বর্তমান শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের আটকের পর অস্বীকার করছে। ৩০শে ডিসেম্বরের নির্বাচনের প্রাক্কালে জনমনে ব্যাপক ত্রাস সৃষ্টি করতেই আটকের পর এমন অস্বীকার করা হচ্ছে। বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, বিরোধী নেতাকর্মীরা যাতে নির্বাচনবিমুখ হয়ে ভোটকেন্দ্রে যেতে সাহস না করে সেজন্য নেতাকর্মীদের আটক রাখা হয়েছে।

আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়া হলেও তিন নেতাকে আটকের বিষয়টি অস্বীকারে আবারও প্রমাণ হলো দেশে আইনের শাসনের বদলে অমানবিক আওয়ামী দু:শাসন চলছে। বিএনপির তিন গুরুত্বপূর্ণ নেতার আটকের পর তাদের পরিবার ও দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে। অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটককৃত তিন নেতাকে জনসমক্ষে হাজির করে সুস্থাবস্থায় তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবিও জানান মির্জা ফখরুল।
মামুন হাসানের বাসায় তল্লাশি : যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মামুন হাসানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। মামুন হাসানের মিরপুর ১৩ নং ওয়ার্ডের বাসায় শনিবার সন্ধ্যায় তল্লাশি চালায় পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ পুরো এলাকায় রেইড দিয়ে এই তল্লাশি চালায়। মামুন হাসানের স্ত্রী ডলি হাসান গণমাধ্যমকে জানান, সন্ধ্যার ৭টার দিকে বাসায় তল্লাশি চালায় পুলিশ। এসময় বাসায় কোনো পুরুষ মানুষ ছিল না। উল্লেখ্য, মামুন হাসান চলতি বছরের ১৩ই জুলাই গ্রেপ্তার হয়ে কারাবন্দি আছেন।

Share.

Comments are closed.

Exit mobile version