এশিয়ান বাংলা, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২রা ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে পটুয়াখালী জেলার ৪টি আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার (ঋণখেলাপি, সোস্যাল ইসলামী ব্যাংক, ঢাকা গুলশান শাখা) ও বিএনপির গোলাম মাওলা রনি (হলফনামায় স্বাক্ষর না থাকায়) , সহিদুল আলম তালুকদার (হলফনামায় তথ্য ও থানার তথ্য গরমিল) সহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।

বাতিল মনোনয়নপত্রের মধ্যে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে ৫ জন হলেন- জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদার, এনপিপি’র মো. সুমন সন্যামত, জাকের পার্টির মো. আবদুর রশীদ, স্বতন্ত্র মো. আবুল কালাম আজাদ ও মুসলিম লীগের মো. খবির উদ্দিন রেজা। ১১২ পটুয়াখালী-২ (বাউফল) আসনে ৪ জন হলেন- স্বতন্ত্র মো. মিজানুর রহমান, স্বতন্ত্র মুহম্মদ আবু নাঈম মল্লিক ও বিএনপির মো. সহিদুল আলম তালুকদার। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির গোলাম মাওলা রনি, মো. শাহজাহান খান। রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসকের হলে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসারগণ ও মনোনয়ন প্রার্থীরা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-১ আসনে বৈধ প্রার্থী ৭ জন হলেন- আওয়ামী লীগের মো. শাহজাহান মিয়া, বিএনপির দুইজন আলতাফ হোসেন চৌধুরী ও সুরাইয়া আক্তার চৌধুরী, গণফোরামের আব্দুল আজিজ, কমিউনিস্ট পার্টির মোতালেব মোল্লা, ইসলামী আন্দোলনের আলতাফুর রহমান, ইসলামী ঐক্যজোটের আব্দুর রহমান, শাহ আলম, জাকের পার্টির মো. আবদুর রশিদ।

পটুয়াখালী-২ আসনে বৈধ প্রার্থী ৬ জন হলেন- আওয়ামী লীগের আসম ফিরোজ ও খন্দকার শামসুল হক রেজা, বিএনপির মো. মুনির হোসেন ও সালমা আলম, ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সাহাবুদ্দিন।

পটুয়াখালী-৩ আসনে বৈধ প্রার্থী ৫ জন হলেন- বিএনপির হাসান মামুন, আওয়ামী লীগের এসএম শাহজাদা, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের কামাল খান, গণফোরামের মোহাম্মদ উল্লাহ।

পটুয়াখালী-৪ আসনে বৈধ ৮ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগের মহিবুল্লাহ মুহিব, বিএনপির এবিএম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মনির, ইসলামী আন্দোলনের মো. হাবিবুর রহমান হাওলাদার, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন হাওলাদার, জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, বাসদের মো. জহিরুল আলম ও ইসলামী ঐক্যজোটের আব্দুর রহমান (শাহআলম)।

Share.

Comments are closed.

Exit mobile version