এশিয়ান বাংলা ডেস্ক : আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প তার চিঠিতে আলোচনার মাধ্যমে আফগান যুদ্ধাবসানে পাকিস্তানের সহায়তা ও সমর্থন চেয়েছেন। পাশাপাশি দেশটির সঙ্গে টানাপড়েনের সম্পর্ক নতুন করে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। মাত্র কিছুদিন আগেই ‘সন্ত্রাস দমনে পাকিস্তান কিছুই করেনি’ বলেও ভর্ৎসনা করেছিলেন ট্রাম্প।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী রয়টার্সকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একটি চিঠি লিখেছেন। চিঠিতে ট্রাম্প বলেছেন, যুদ্ধে উভয় দেশই ক্ষতির শিকার হয়েছে।’

Share.

Comments are closed.

Exit mobile version