এশিয়ান বাংলা, ঢাকা : ভারতের উত্তরপ্রদেশে বুলন্দশহরে গোহত্যাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতায় নিহত হয়েছেন একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা। তাকে গুলি করে হত্যার অভিযোগে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে, একটি কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর সমর্থকরা সুবোধ কুমার সিং নামের ওই পুলিশ কর্মকর্তার গাড়িকে ধাওয়া করে তাকে কোণঠাসা করে ফেলে। এরপর তাকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়। বিবিসি জানিয়েছে, ‘বজরং দল’ নামে ওই গোষ্ঠীর স্থানীয় নেতা যোগেশ রাজকে এই হামলায় পুলিশ প্রধান অভিযুক্ত বলে চিহ্নিত করেছে। ওই ব্যক্তি এখনও পলাতক, তবে বজরং দলের আরও তিনজন সমর্থককে আটক করা হয়েছে।

বিরোধী দলগুলো অভিযোগ করছে, রাজ্যের বিজেপি সরকার গোরক্ষক বাহিনীকে মদত দিতে দিতে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলাকেই যে পুরোপুরি ভেঙে দিয়েছে এই ঘটনা তারই প্রমাণ। গোহত্যাকে কেন্দ্র করে গত তিন-চার বছরে ভারতের বিভিন্ন প্রান্তে অনেক সহিংসতা হয়েছে ও বহু মুসলিমকে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু কোনও পুলিশ কর্মকর্তাকে এভাবে পিটিয়ে হত্যা করার কোনও নজির নেই।।

Share.

Comments are closed.

Exit mobile version