এশিয়ান বাংলা ডেস্ক : চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের একজন উচ্চপদস্থ নির্বাহীকে ওয়াশিংটনের অনুরোধে কানাডায় আটকের পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন পুঁজিবাজারে ধস নেমেছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
হুয়াওয়ে টেকনোলজিস-এর প্রধান আর্থিক কর্মকর্তা ওয়ানঝু মেং’কে গ্রেপ্তার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নয়া বিরোধের ঝুঁকি সৃষ্টি করেছে। অথচ, মাত্র দিনকয়েক আগেই শনিবার দুই দেশ আর্জেন্টিনায় ৯০ দিনের জন্য বাণিজ্য যুদ্ধ স্থগিতে সম্মত হয়েছে। একই দিনই ওয়ানঝুকে আটক করা হয়।
ধারণা করা হছে, বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ চেইনে বড় ধরণের প্রভাব পড়বে।
ওয়ানঝুকে গ্রেপ্তারের খবরে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে সংঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। শুধু শুল্ক নয় এবার প্রযুক্তিগত আধিপত্য নিয়েও বিরোধের ঝুঁকি দেখা দিয়েছে।
ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের একাধিক পুঁজিবাজার সূচকে সামগ্রিকভাবে দরপতন হয়েছে। লন্ডনে পুঁজি বাজার ৩ শতাংশ হ্রাস পেয়েছে।
কানাডায় ওয়ানঝুকে গ্রেপ্তারের পর তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। হুয়াওয়ে ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ লঙ্ঘণ করেছেন কিনা তা নিয়ে তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে। তারই অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version