এশিয়ান বাংলা, ঢাকা : যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে আবার ওই পদে মনোনয়ন দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নব্বইয়ের দশকে একবার মার্কিন আইন মন্ত্রণালয়ের প্রধানের এই পদে দায়িত্ব পালন করেছিলেন বার। তিনি এবার জেফ সেশনসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন, যাকে গত মাসে ট্রাম্প বরখাস্ত করেন। এ খবর দিয়েছে বিবিসি।
পদাধিকার বলে উইলিয়াম বার ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে নিয়োজিত বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের নিয়ন্ত্রণে থাকবেন। মার্কিন গণমাধ্যমে এসেছে যে, মুয়েলারের তদন্তের কিছু অংশের সমালোচনা করেছেন বার।
রক্ষণশীল আইনজীবী হিসেবে খ্যাতি রয়েছে বারের। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত সাবেক ও প্রয়াত প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তাকে খুবই উঁচু মানের আইনজীবী হিসেবে আখ্যা দেন, যাকে রিপাবলিকান ও ডেমোক্রেট সকলেই শ্রদ্ধার চোখে দেখে। একই বিবৃতিতে তিনি নিশ্চিত করেন যে, ফক্স নিউজের সাবেক সাংবাদিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্টকে তিনি জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
সিনেট উইলিয়াম বারের নিয়োগ নিশ্চিত করলে তিনি বর্তমান অস্থায়ী অ্যাটর্নি জেনারেল ম্যাট হোয়াইটেকারের স্থলাভিষিক্ত হবেন। হোয়াটেকারের নিয়োগ শুরু থেকেই বিতর্কে ভরা ছিল।।

Share.

Comments are closed.

Exit mobile version