এশিয়ান বাংলা ডেস্ক : ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শুক্রবার শেষ হয়েছে। এ নির্বাচনকে লোকসভা ভোটের সেমিফাইনাল অ্যাখ্যা দিয়েছিলেন দেশটির রাজনৈতিক নেতারা।

ফাইনাল হবে আগামী এপ্রিল-মে মাসে। ভারতের মানুষও তাই অধির আগ্রহে তাকিয়ে আছে এ পাঁচ রাজ্যে ভোটের ফলাফলের দিকে। ১১ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষিত হবে।

শুক্রবার শেষ দফা নির্বাচনের পর বিভিন্ন সংবাদ সংস্থা, সংবাদপত্র বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছে। এতে মুখে হাসি ফুটেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। আর মাথায় হাত পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কারণ কোনো রাজ্যেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিশ্চিত জয়ের ইঙ্গিত মেলেনি।
নির্বাচন হয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরাম রাজ্যে। ছত্তিশগড়ে ১২ ও ২০ নভেম্বর দুই দফায় নির্বাচন হয়। মধ্যপ্রদেশ ও মিজোরামে ২৮ নভেম্বর আর রাজস্থান ও তেলেঙ্গানায় অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর। পাঁচ রাজ্যের মধ্যে বিজেপি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে ক্ষমতায় আছে। মিজোরাম কংগ্রেসের দখলে। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) তেলেঙ্গানায় ক্ষমতায় আছে।

বুথফেরত সমীক্ষা বলছে, রাজস্থানে বিজেপি ক্ষমতা হারাবে। আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তেলেঙ্গানায় কংগ্রেস-টিডিপি (তেলেগু দেশম পার্টি) জোটকে হারিয়ে জিততে পারে টিআরএস। মিজোরামেও মাথা চাড়া দিতে পারবে না বিজেপি। সেখানে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) হারিয়ে দিতে পারে কংগ্রেসকে। লোকসভা ভোটের আগে এ ফলাফল মোদির মাথাব্যথার কারণ হতে পারে।

মধ্যপ্রদেশে আসন সংখ্যা ২৩০। বুথফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে-এএমআই ইঙ্গিত দিয়েছে, ১০২-১২০ আসনে জিততে পারে বিজেপি আর কংগ্রেস ১০৪-১২২ আসন। টাইমস নাউ-সিএনএক্স বলেছে, বিজেপি পেতে পারে ১২৬ এবং কংগ্রেস ৮৯। রাজস্থানে আসনসংখ্যা ২০০।

ইন্ডিয়া টুডে-এএমআই ইঙ্গিত দিয়েছে, বিজেপি পেতে পারে ৫৫-৭২ আর কংগ্রেস ১১৯-১৪১ আসন। নিউজ নেশন বলেছে, বিজেপি পেতে পারে ৮৯-৯৩ এবং কংগ্রেস ৯৯-১০৩ আসন। ছত্তিশগড়ে আসনসংখ্যা ৯০।

ইন্ডিয়া টুডে-এএমআই বলছে, বিজেপি ২১-৩০ ও কংগ্রেস ৫৫-৬৫। নিউজ নেশন বলেছে, বিজেপি ৩৮-৪২, কংগ্রেস ৪০-৪৪। তেলেঙ্গানায় আসন ১১৯টি। ইন্ডিয়া টুডে-এএমআই বলছে, টিআরএস পেতে পারে ৭৯-৯১, কংগ্রেস-টিডিপি ২১-৩৩, বিজেপি ১-৩ আসন। মিজোরামে আসন ৪০। রিপাবলিক টিভি-সি-ভোটার বলছে, এমএনএফ পেতে পারে ১৬-২০ আসন আর কংগ্রেস ১৪-১৮।

Share.

Comments are closed.

Exit mobile version