এশিয়ান বাংলা ডেস্ক : ভারতের একমাত্র গরুবিষয়ক মন্ত্রী তিনি। সোমবার পর্যন্ত সেটাই ছিল তার পদ। মঙ্গলবার বিধানসভা ভোটের ফল বেরোতেই সব চিত্র পাল্টে গেল। নির্বাচনে গো-পালন মন্ত্রী ওটারাম দেওয়াসি গো-হারা হেরে গেছেন।
সতন্ত্র প্রার্থী সন্যম লোধার কাছে বিজেপি প্রার্থী দেওয়াসি ১০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পর্যুদস্ত হয়েছেন। অথচ এবারের ভোটেও ‘গো-রক্ষা’ নিয়ে প্রচারে নেমেছিল বিজেপি। রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা, গরু রাজনীতি কার্যত বিজেপির বিপক্ষেই গেছে।
এএফপি জানায়, দেওয়াসি আগে ছিলেন রাজস্থান পুলিশের অফিসার। কিন্তু শারীরিক কারণে চাকরি থেকে ইস্তফা দেন।
পরে সুস্থ হয়ে রাজনীতিতে যোগ দেন। বালি বিধানসভা কেন্দ্রের মুন্দারা গ্রামের বাসিন্দা দেওয়াসি। তিনি ২০০৮ ও ২০১৩ সালে রাজস্থানের সিরোহী কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পশ্চিম রাজস্থানের একটা বড় অংশজুড়ে দেওয়াসি সম্প্রদায়ের বাস।
তারা মূলত পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। আর সেই সূত্রেই এ সম্প্রদায়ের মধ্যে দেওয়াসির যথেষ্ট প্রভাব রয়েছে। এবার ভোটে প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী সন্যম লোধার কাছে হেরে গেছেন তিনি। সন্যম পেয়েছেন ৮১ হাজার ২৭২ ভোট। দেওয়াসির বাক্সে পড়েছে ৭১ হাজার ১৯ ভোট।
ব্যবধান ১০ হাজার ২৫৩ ভোটের। সেই গরু-মন্ত্রীই হেরে যাওয়ায় প্রশ্নের মুখে বিজেপির কট্টরপন্থী রাজনীতি। গোরক্ষার নামে তাণ্ডব, মারধর গণপিটুনি- এসব কারণে সাধারণ ভোটাররা পদ্ম শিবির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।