এশিয়ান বাংলা, ঢাকা : কাবুলে আফগানিস্তান, পাকিস্তান ও চীনের প্রতিনিধিরা বৈঠকে বসছেন। বাণিজ্য, উন্নয়ন ও সংকট নিরসনের লক্ষ্যে একযোগে কাজ করা নিয়ে আলোচনা করতেই এ বৈঠক আয়োজন করা হয়েছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র শাহ হুসেইন মুর্তাজায়ি বলেন, এ বৈঠকে দেশগুলোর মধ্যেকার সবকিছু নিয়েই আলোচনা করা হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন। আল-জাজিরার খবরে বলা হয়েছে, এই তিন প্রতিবেশি দেশের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এতে অংশ নিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। দায়িত্ব গ্রহনের পর এটিই তার দ্বিতীয় আফগানিস্তান সফর। স্থানীয় এক টিভি চ্যানেলে কুরেশি বলেন, আমরা আফগানিস্তানে বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তান একে অপরকে তালেবানকে আশ্রয় দেয়ার জন্য অভিযুক্ত করে আসছে। দেশদুটির সীমান্ত এলাকায় বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনের উপস্থিতি রয়েছে। তালেবানকে অর্থায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের করা অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। কিন্তু কাবুল ক্রমাগত ইসলামাবাদকে দায়ী করে আসছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রও তালেবানকে আলোচনার টেবিলে বসাতে পাকিস্তানকে চাপ প্রয়োগ করে যাচ্ছে।

Share.

Comments are closed.

Exit mobile version