এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যবিষয়ক আইন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ)-এর মূল একটি অংশকে অসাংবিধানিক বলে রুল দিয়েছে টেক্সাসের একজন ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ওবামার ওই আইনটি ওবামাকেয়ার নামে বেশি পরিচিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আদালতের এমন রুলিংকে যুক্তরাষ্ট্রের জন্য একটি চমৎকার সংবাদ বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ ঘটনাটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত না-ও যেতে পারে। প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক ২০১০ সালের স্বাস্থ্যসেবা বিষয়ক আইনটি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

Share.

Comments are closed.

Exit mobile version