এশিয়ান বাংলা ডেস্ক : ইয়েমেনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ন বন্দর নগরী হুদাইদাহতে সৌদি জোটের বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছেন। হুদাইদাহ বন্দর দখলে নেয়ার লক্ষ্যে সৌদি আরব ও তার ঘনিষ্ঠ মিত্র আরব আমিরাত গত একমাস ধরে অভিযান চালাচ্ছে। জাতিসংঘের তত্ত্বাবধানে সুইডেনে অনুষ্ঠিত চলমান শান্তি আলোচনায় বৃহস্পতিবার ইয়েমেনের বিবাদমান পক্ষগুলো যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু ইতিমধ্যে আবারো যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

শনিবার রাতে হুদাইদাহর উপকণ্ঠে নতুন করে অভিযান চালিয়েছে জোটটি। ইয়েমেনের সাবেক সরকারের অনুগত একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবারের হামলায় মোট ২৯ জন নিহত হয়েছে। এছাড়া, হুদাইদা প্রদেশের দুরাইহিমি শহরে আরো সাত জন হুথি যোদ্ধাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারেই শনিবার বলেন, সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে।

একইসঙ্গে, তারা হুদাইদাহ শহরে ইয়েমেনিদের বিভিন্ন কৃষি খামারে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে।

Share.

Comments are closed.

Exit mobile version