এশিয়ান বাংলা ডেস্ক : তিউনিসিয়াকে প্রায় ৮৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ এ খবর নিশ্চিত করেছেন। শনিবার সৌদি আরব সফর শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। চাহেদ বলেন, এ অর্থের মধ্যে ৫০০ মিলিয়ন ডলার ব্যাবহার করা হবে বাজেট প্রণয়নে। এছাড়া, ২৩০ মিলিয়ন ডলার ব্যবহৃত হবে আমদানি ও ১০০ মিলিয়ন ডলার ব্যবহৃত হবে বিভিন্ন প্রকল্পে। তবে, অর্থ ব্যায়ের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত মাসে, তিউনিসিয়া সফরের সময় জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির অধিবাসীরা। হাজার হাজার মানুষ রাজধানী তিউনিসে সালমান বিরোধী বিক্ষোভে যোগ দেন। তারা প্রিন্স সালমানকে তিউনিসিয়া ও ইয়েমেন থেকে দূরে থাকতে বলেন।

কিন্তু প্রিন্স সব উপেক্ষা করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি চাইদ এসেবসির সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশদুটির মধ্যে অর্থনৈতিক স¤পর্ক ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে, সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার বিষয়ে অঙ্গিকার করে তারা। সম্প্রতি তিউনিসিয়ার অর্থনীতি বেশ বড় ধরণের সংকটের মধ্যে পড়েছে। সংকট কাটাতে প্রধানমন্ত্রী চাহেদ এ বছর বাজেট ছোট করতে বাধ্য হয়েছেন।

Share.

Comments are closed.

Exit mobile version