এশিয়ান বাংলা ডেস্ক : হেজবুল্লাহর তৈরি চতুর্থ সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ইসরাইলি সেনারা। সুড়ঙ্গগুটি পার্শ্ববর্তী দেশ লেবানন থেকে ইসরাইলে সন্ত্রাসী পাঠাতে ব্যবহৃত হত বলে দাবি করেছে ইসরাইল। রোববার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে এটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে ও এ থেকে আর বিপদের কোনো আশঙ্কা নেই। এ খবর দিয়েছে আল-জাজিরা।
এর আগে পাওয়া সুড়ঙ্গগুলোর মত এটিকেও ধ্বংস করে দেয়া হয়েছে। ইসরাইল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অপর পাশ থেকে প্রবেশ করা যে কেউ বিপদে পড়তে বাধ্য। এ মাসের শুরুতে ইসরাইল হেজবুল্লাহর খোঁড়া সুড়ঙ্গের খোঁজে অভিযানে নামে। এর আগে আরো ৩টি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে দেশটি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হেজবুল্লাহ।
এরমধ্যে লেবাননের প্রেসিডেন্ট মাইকেল অয়োন মঙ্গলবার জানিয়েছেন, ইসরাইলের এ ধরণের অভিযানে তার দেশের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আমাদের কোণো আগ্রাসী চিন্তাভাবনা নেই।