এশিয়ান বাংলা ডেস্ক : ৯৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স-২০১৮ নির্বাচিত হয়েছেন ফিলিপাইনের ক্যাট্রিওনা গ্রে।
সোমবার এ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জিতে নেন ২৪ বছর বয়সী ফিলিপাইন বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক ক্যাট্রিওনা। খবর সিএনএনের।

এবারের আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তামারিন গ্রিন। তৃতীয় স্থানে আছেন ভেনিজুয়েলার স্টেফানি গুতিরেজ।

থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এ সুন্দরী প্রতিযোগিতায় স্বাগতিক সোফিদা কানচানারিন ১০ম স্থান অধিকার করেন।

Share.

Comments are closed.

Exit mobile version