এশিয়ান বাংলা ডেস্ক : অবশেষে ব্রেক্সিট চুক্তি নিয়ে বৃটেনের হাউস অব কমন্সে ভোটের তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি বলেছেন, আগামী ১৪ই জানুয়ারি এ চুক্তির ওপর ভোট দিতে পারবেন এমপিরা। তবে আরো আলোচনা চলবে বলে জানান তিনি। সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটার দিকে তিনি হাউস অব পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন। তেরেসা মে বলেন, ব্রেক্সিট নিয়ে যে বিরতি চলছে তা বাস্তবায়নে কথা বলতে হাউস অব কমন্সকে আরো ক্ষমতায়ন করা যেতে পারে। এর অধীনে এমপিরা বলতে পারবেন, অনির্দিষ্টকাল পর্যন্ত ব্রেক্সিট থামিয়ে রাখা যাবে না। অন্যদিকে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর। তিনি বলেছেন, তেরেসা মে বৃটেনকে একটি জাতীয় সঙ্কটের মধ্যে নিয়ে গেছেন।

এটাকে তিনি অনাকাঙ্ঘিত পরিস্থিতি বলে আখ্যায়িত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রেক্সিট নিয়ে হাউস অব কমন্সে বিতর্ক চলছিল।

Share.

Comments are closed.

Exit mobile version