এশিয়ান বাংলা ডেস্ক : নির্বাচনে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন হয়। কিন্তু এর মধ্যে চলে কলাকৌশল। কখনো প্রার্থী দাঁড় করে ভোট নষ্ট করা। আবার কখনো বসিয়ে দিয়ে ভোট নিজের পক্ষে আনা। এসব কৌশল বাস্তবায়ন করতে অনেক টাকার কথা লেখা হয়ে থাকে।

সম্প্রতি ভারতের পাঁচ রাজ্যে বিধানসভার ভোটে হেরেছে ক্ষমতাসীন বিজেপি। বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। সেখানে ক্ষমতাসীন দল পেয়েছে ৭৩। তবে ক্ষমতাসীন দল টাকার খেলায় এতটি আসনে জিতেছে বলে মনে করছে কংগ্রেসের সাবেক সংসদ সদস্য এপি আবদুল্লা কুট্টি।

তার অভিযোগ, কংগ্রেসের ভোট কাটতে বিজেপি সিপিএমকে দিয়ে প্রার্থী দেয়ায়। এ জন্য বিজেপি সিপিএমকে ১০০ কোটি টাকা দিয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার রাজস্থানের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। এ রাজ্যের ২০০ আসনের বিধানসভায় পিছিয়ে পড়েছে বিজেপি।

সিপিএমের সঙ্গে এই গোপন আঁতাত না হলে কংগ্রেস আরও তিনটি আসন বেশি পেত বলে মনে করেন এপি আবদুল্লা কুট্টি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Share.

Comments are closed.

Exit mobile version