এশিয়ান বাংলা ডেস্ক : পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন আরেক শীর্ষ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ব্রেট ম্যাকগুর্ক এবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤েপর সিদ্ধান্তের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। ব্রেট ম্যাকগুর্কও তার পদত্যাগের একই কারণ জানিয়েছেন। যদিও, আগামী ফেব্রুয়ারি মাসে তার অবসরে যাওয়ার কথা ছিল। ট্রা¤েপর সিদ্ধান্তের পরই, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার বিষয়ে আহ্বান জানিয়েছিলেন ম্যাকগুর্ক। তার পদত্যাগের ঘটনাকে প্রেসিডেন্ট গুরুতর কিছু না বলে উড়িয়ে দিয়েছেন। এক টুইট বার্তায় ট্রা¤প বলেছেন, ব্রেট ম্যাকগুর্ককে আমি চিনিও না।
২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে নিয়োগ করেছিলেন। ফেব্রুয়ারি মাসে তার অবসরে যাবার কথা ছিল, কিন্তু তিনি এর দুই মাস আগে পদত্যাগ করলেন।
নিজের পদত্যাগ পত্রে ম্যাকগুর্ক বলেছেন, সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। কিন্তু তারা এখনো পরাজিত হয় নি। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে সেখানে আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পাবে। এর আগে জিম ম্যাটিসও একই কথা জানিয়ে পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগের এক সপ্তাহের মধ্যেই নতুন ম্যাকগুর্ক পদত্যাগের ঘোষণা দিলেন।