এশিয়ান বাংলা ডেস্ক : সৌদি রাজ পরিবারের সংস্কারপন্থী যুবরাজ তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন। শনিবার ৮৭ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। এ খবর নিশ্চিত করেছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি খাশোগি হত্যাকান্ডকে ঘিরে সৌদি রাজপরিবার ব্যাপকভাবে সমালোচিত হয়। এমন পরিস্থিতিতে ক্রাউন প্রিন্স বিন সালমানের ঘোর বিরোধী তালাল লন্ডন থেকে দেশে ফেরেন। তার এই প্রত্যাবর্তনে সৌদি রাজপরিবারের মধ্যে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখছিলেন বিশ্লেষকরা। কিন্তু তেমন কিছু ঘটার আগেই পৃথিবীর মায়া ছেড়ে গেলেন তিনি।

১৯৫০ ও ৬০ এর দশকে তিনি সৌদি সরকারের যোগাযোগ মন্ত্রী, অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Share.

Comments are closed.

Exit mobile version