এশিয়ান বাংলা, নীলফামারী : নীলফামারী-৪ আসনের ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা হাইকোর্টে স্থগিত হওয়ার পর কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে চূড়ান্তভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছে বিএনপি।
বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দলীয়ভাবে এ প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আগামীকাল (আজ) আমরা আদালতে যাব।
এর আগে বিএনপির দু’জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। শেষ মুহূর্তে চূড়ান্তভাবে ধানের শীষের প্রতীক বরাদ্দ পান আমজাদ হোসেন সরকার। তবে পৌরসভার মেয়র থাকার কারণে তার প্রার্থিতা হাইকোর্ট স্থগিত করায় এবার শিল্পী বেবী নাজনীনকে বিএনপি চূড়ান্তভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন।