এশিয়ান বাংলা ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলার কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির এক নারী গভর্নর ও তার সিনেটর স্বামী নিহত হয়েছেন। সোমবার বিকালে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তাদের বহনকারী আগুস্তা হেলিকপ্টারটি ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের। নিহত মার্থা এরিকা আলোনসো পুয়েবলা (৪৫) রাজ্যের গভর্নর ও বিরোধী দলের একজন জ্যেষ্ঠ নেতা। ১০ দিন আগে দায়িত্ব নিয়েছেন তিনি। তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো (৫০) ওই রাজ্যের সাবেক গভর্নর ছিলেন।

মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী আলফোনসো দুরাজো জানান, প্রাইভেট ওই হেলিকপ্টারটি রাজধানী মেক্সিকো সিটির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু পুয়েবলা বিমানবন্দর থেকে তিন নটিক্যাল মাইল দূরে সান্তা মারিয়া কোরানাঙ্গো শহরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে আরও ছিলেন ক্যাপ্টেন রবের্তো কোপে ও ফার্স্ট অফিসার মার্কো আন্তনিও তাবেরাসহ আরও একজন। তারাও নিহত হয়েছেন। এক টুইটে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, এ দুর্ঘটনার তদন্ত করবে সরকার।

Share.

Comments are closed.

Exit mobile version