এশিয়ান বাংলা ডেস্ক : চট্টগ্রাম-৪ আসনে কাট্টলী এলাকায় মঙ্গলবার আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত বিএনপি কর্মীকে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: যুগান্তর
দেশের ১৮ জেলায় নির্বাচনী সহিংসতায় অন্তত ২৭৭ জন আহত হয়েছেন। বিভিন্ন স্থান থেকে নানা অভিযোগে পুলিশ বিএনপি-জামায়াতের ৪০৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুরনো মামলা, নাশকতা পরিকল্পনা ও বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধায় উঠান বৈঠক থেকে বিএনপির ৭৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

চট্টগ্রামে পৃথক স্থানে নৌকার গণসংযোগে পেট্রলবোমা এবং বিএনপির প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থীর প্রচারে হামলায় ২৪ জন আহত হয়েছেন। ময়মনসিংহে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত একশ’ জন আহত হয়েছেন।

নোয়াখালীতে ধানের শীষ সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাজোট প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা। সিলেটের নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়া বরিশালের গৌরনদী, সিরাজগঞ্জ, নেত্রকোনা, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর ও কিশোরগঞ্জে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : সীতাকুণ্ডে আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলমের সমর্থনে বের হওয়া মিছিলে পেট্রলবোমা হামলায় ৩ জন দগ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

এছাড়া নগরীর কর্নেলহাট এলাকায় বিএনপি প্রার্থীর গণসংযোগে যুবলীগ কর্মীদের হামলায় ৬ জন আহত হন। ফটিকছড়িতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থীর প্রচারণায় দুই দফা হামলায় আহত হয়েছেন ৮ জন। সকাল সাড়ে ১১টার দিকে ভাটিয়ারীর মাদাম বিবিরহাটের জাহানাবাদ গ্রামে নৌকা প্রতীকের গণসংযোগে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাহেদসহ ১০ জন আহত হন।

এর মধ্যে মোহাম্মদ রায়হান, তৈয়ব উদ্দিন ও সাদ্দাম হোসেন পেট্রলবোমায় দগ্ধ হন। এই তিনজনসহ গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিনজনের শরীরের ৪ থেকে ৬ শতাংশ পুড়ে গেছে।

আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম বলেন, আমাকে এবং নেতাকর্মীদের হত্যার উদ্দেশে বিএনপি-জামায়াত এ হামলা চালিয়েছে। তবে সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহ্বায়ক তফাজ্জল হোসেন বলেন, নৌকার সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এটা তাদের সাজানো নাটক ও নির্বাচনী কৌশল।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : কাঁচপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে হামলা, ভাংচুর ও গুলির অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ-৩ আসনে মহাজোট প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল কায়সারের সমর্থকদের ওপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় যুবলীগ নেতা এনামুল, আশরাফুল, রবি, জনি, মাহবুব, আরিফুল, খোকন, মাসুম ও এক সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এ সময় ১০টি মোটরসাইকেলও ভাংচুর করে।

গৌরনদী : বরিশালের গৌরনদীতে আ’লীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ওয়ার্ড আ’লীগের একটি নির্বাচনী কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কান্ডপাশা ও উত্তর শরিকল গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

সিরাজগঞ্জ : রায়গঞ্জে ধানের শীষের প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গণসংযোগ চলাকালে আ’লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির দলীয় কার্যালয় ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ধানগড়া বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মদন (নেত্রকোনা) : উপজেলার কালিবাড়ী মোড়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নির্বাচনী সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে ১৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ : পুলিশের উপস্থিতিতে বিএনপির নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংবাদকর্মীসহ ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাম্যান রাজীব হোসেন বাবু বলেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে জসু ও ফারুক আমার ওপর হামলা চালায়।

নোয়াখালী : ৬ (হাতিয়া) আসনে আ’লীগের প্রার্থী আয়েশা ফেরদাউস ও তার স্বামী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর কর্মীরা বিএনপির প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের কর্মীদের ১৫টি বাড়ি, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বিষয়টি স্বীকার করে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার যুগান্তরকে জানান, এ ঘটনায় ২০-৩০ জন আহত হয়েছেন।

সাতক্ষীরা : ৪ আসনের কাশিমাড়িতে ধানের শীষ প্রতীক লাগানোয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ ও মহসিনের নেতত্বে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনসহ কয়েকজনের বাড়ি ভাংচুর করেছে।

পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আনোয়ার। এদিকে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনাজপুর ও বীরগঞ্জ : বীরগঞ্জে নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে ধানের শীষ প্রতীকের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। এ ঘটনায় জামায়াত-শিবিরের ২ জনকে আটক করেছে পুলিশ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : সোমবার রাত ৯টার দিকে পৌর এলাকার বীরনোয়াকান্দি গ্রামে মেজর আখতারুজ্জামানের উঠান বৈঠকের শেষ পর্যায়ে পুলিশ সভার অনুমতি আছে কিনা জানতে চায়। এ সময় বিএনপির প্রার্থী ও কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের ধাওয়া-পালটাধাওয়া হয়।

এ সময় মেজর আখতার পুলিশের হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে পুলিশের দাবি, তাদের ৫ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মেজর আখতারের ছেলেসহ ৩ জনকে আটক করে। পরে তার ছেলে সাব্বির জামান রনিকে ছেড়ে দেয়া হয়।

লোহাগড়া (নড়াইল) : সোমবার রাতে ইতনা ইউপির দৌলতপুর ২নং ওয়ার্ড আ’লীগ অফিসে পেট্রলবোমায় নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যুবলীগ কর্মী পাপ্পু কাজী (৩৫) আহত হয়েছেন। তাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) : জাতীয় পার্টির (জেপি) প্রার্থী প্রকৌশলী মঞ্জুরুল হক সোমবার রাতে প্রচারণা শেষে তবকপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজার বাড়িতে যান। এ সময় দুর্বৃত্তরা তার গাড়ি ভাংচুর করে।

নাটোর : মঙ্গলবার সকালে নাটোর-৪ আসনে নৌকার কর্মীরা বিএনপির প্রার্থী আবদুল আজিজকে প্রচারণায় বাধা ও প্রকাশ্যে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলে।

এতে ক্ষুব্ধ হয়ে নৌকার কর্মীদের দুটি মোটরসাইকেল ভাংচুর করে ধানের শীষের কর্মীরা। পরে নৌকার কর্মীরা বিএনপির নির্বাচনী অফিসে ভাংচুর চালায় এবং যুবদল কর্মী রিন্টুকে মারধর করে।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : নৌকার প্রচার গাড়িতে হামলায় প্রচারকর্মী লেচু মিয়া নামের এক যুবক আহত হয়েছেন। এছাড়া পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া বাজার এলাকায় ধানের শীষের মিছিলে হামলা হয়েছে। জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতা সৈয়দ মোসাব্বির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

মৌলভীবাজার : মঙ্গলবার দুপুরে কুলাউড়ার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মনসুরের নির্বাচনী জনসভার প্যান্ডেল ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

কেশবপুর (যশোর) : সোমবার রাতে গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর ও পৌর এলাকার সাবদিয়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ময়মনসিংহ : ভালুকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ উভয় পক্ষের অন্তত একশ’ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দলীয় অফিসের সামনে মিছিল ও সভার আয়োজন করেছিল ময়মনসিংহ-১১ আসনের বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু।

এ সময় সেখানে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা অবস্থান নিলে, বিএনপি মিছিলের স্থান পরিবর্তন করে পাইলট স্কুল মাঠে নিয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে বিএনপির কয়েক হাজার কর্মী-সমর্থক মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছতেই পুলিশ বাধা দেয়।

পুলিশের বাধা অতিক্রম করে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনের দিকে এগুতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ৬২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গোলাপগঞ্জ (সিলেট) : গোলাপগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জির ওপর হামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার হেতিমগঞ্জ বাজারে সড়কের ওপর চলা বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পথসভায় মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন।

টেকেরহাট (মাদারীপুর) : রাজৈরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীসমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়া নওগাঁর নারীনগরে বিএনপির গাড়িবহরে হামলা, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়া, নোয়াখালীর চাটখিল ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকার অফিসে আগুন-ভাংচুর, লক্ষ্মীপুরের রামগতিতে আ স ম রবের ৪টি নির্বাচনী কার্যলয়ে ভাংচুর আগুন ও রাজশাহীতে নৌকার ৩টি অফিসে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সারা দেশে আটক

বাগেরহাট : বাগেরহাট-৪ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আবদুল আলীমের মোরেলগঞ্জ শহরের বাসা ৫-৬ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর মঙ্গলবার বিকালে সেখান থেকে ৯৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে বাগেরহাট ৩ আসনে ধানের শীষের প্রার্থী বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মো. আবদুল ওয়াদুদের নিজ বাড়ি গৌরম্বায় হামলায় ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ওয়াদুদের এক ভাইসহ পরিবারের দুই সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরম্বা থেকেও পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।

লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় একটি বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক থেকে বিএনপির ৭৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ ও বিজিবির যৌথ টিম। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রাফিউদ্দারাজ রানু মিয়া, সম্পাদক বাদলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা : নাশকতার প্রস্তুতি ও ছাত্রলীগের সভায় বোমা হামলা মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

পাইকগাছা (খুলনা) : সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জামায়াত-বিএনপির ৩ ইউপি সদস্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, আটক হওয়া প্রত্যেকে নিয়মিত মামলার আসামি।

বুড়িচং (কুমিল্লা) : ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৬ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : সোমবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে।

সিরাজগঞ্জ : নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়াসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী (কুড়িগ্রাম) : সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে জয়মনিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম মাস্টারসহ বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রাঙ্গামাটি : মঙ্গলবার সকালে শহরের পুরনো বাসস্ট্যান্ট থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু নাসেরকে আটক করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ বলছে, তিনি পুরনো মামলার আসামি।

কলমাকান্দা (নেত্রকোনা) : সোমবার ভোরে জেলা স্বেচ্ছাসেবক ও উপজেলা ছাত্রদলের নেতাসহ ৩ জনকে পৃথক এলাকা থেকে আটক করেছে পুলিশ।

স্বরূপকাঠি ও মঠবাড়িয়া (পিরোজপুর) : বিশেষ ক্ষমতা আইনে বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন আহম্মেদ, স্বরূপকাঠি সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মঠবাড়িয়ায় আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী : নাশকতার পরিকল্পনার অভিযোগে গোদাগাড়ীতে উপজেলা বিএনপির সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ধানের শীষের প্রচার শেষে বাড়ি ফেরার পথে তাদের গ্রেফতার করা হয়।

ইটনা (কিশোরগঞ্জ) : সোমবার রাতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

আমতলী : বরগুনার আমতলীতে সোমবার রাতে আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম হাওলাদারসহ ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পটুয়াখালী ও গলাচিপা : নানা অভিযোগে মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি-জামায়াতের অন্তত ৪৩ জনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুরে ১৩ জন, গলাচিপা-দশমিনা থেকে ২১ জন, সদর-দুমকীতে ৬ ও বাউফলে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বরিশাল ও গৌরনদী : সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মহাসিন মন্টুসহ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ ১৬ জন, এয়ারপোর্ট পুলিশ ৫ জন, কাউনিয়া পুলিশ ৫ জন ও বন্দর পুলিশ ১১ জন ও গৌরনদীতে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজিসহ ৮টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গাইবান্ধা : জেলার বিভিন্ন এলাকা থেকে সোমবার রাতে বিএনপি-জামায়াতের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৯ জন জামায়াত ও ২ জন বিএনপির নেতাকর্মী।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ভবানীপুর ইউনিয়নের গাবতলীবাজারে যুবলীগ নেতার মটোরসাইকেলে আগুন দেয়ার অভিযোগে বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভৈরব : কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনার মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর : পীরগাছায় নির্বাচনী অফিস ভাংচুর ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।

সাঁথিয়া (পাবনা) : নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ : কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আয়নাল হাসানসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ায় আওয়ামী লীগের নির্বাচনী অস্থায়ী ক্যাম্প ভাংচুর ও মোটরসাইকেলে আগুন দেয়ার মামলায় বিএনপির নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর : গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন সরকারের ধানের শীষের গণসংযোগ থেকে ১০ নেতাকর্মীকে আটক করেছে মেট্রোপলিটন সদর থানা পুলিশ। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে নগরীর ২৭নং ওয়ার্ডের লক্ষ্মীপুরার লায়ন ফিট ফ্যাক্টরি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে ২ জন, মাগুরায় ৮ জন, কুমিল্লার বুড়িচংয়ে ৭, বরিশালের বানারীপাড়ায় ১৪ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Share.

Comments are closed.

Exit mobile version