এশিয়ান বাংলা, হবিগঞ্জ : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বিকাল পৌনে পাঁচটায় দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে অভিযান চালানো হয়। এসময় দ্বিতলবিশিষ্ট বাড়ির তালা ভেঙে প্রতিটি কক্ষ তল্লাশি করে পুলিশ। খবর পেয়ে ড. রেজা কিবরিয়া গণসংযোগ থেকে ফেরার পথে বড়ভাকৈড় ইউনিয়নের কাজীর বাজার নামক এলাকায় তার গাড়িবহর আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ গাড়ি বহরের সঙ্গে থাকা অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এসময় ড. রেজাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেন। পুলিশের একাধিক কর্মকর্তা ড. রেজার সঙ্গে দুর্ব্যবহার করেন মর্মে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার কয়েক হাজার জনতা সড়কে ব্যারিকেড তৈরি করে।

অবস্থা বেগতিক দেখে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন পিছু হটতে বাধ্য হয়। পুলিশের দাবি, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই পলাতক মামলার গ্রেপ্তারি পরওয়ানভুক্ত আসামির খোঁজে ড. রেজার বাড়ি ও গাড়ি বহরে তল্লাশি চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার
সকাল থেকে ড. রেজা কিবরিয়া উপজেলার পূর্ব ও পশ্চিম বড়ভাকৈড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে যান। এসময় একাধিক পথসভায় বক্তব্য দেন তিনি। তার সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুর নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি তার বাড়িতে পুলিশের অভিযানের খবর পেয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ড. রেজা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ পরাজয়ের আশঙ্কায় পাগল হয়ে গেছে। প্রতিদিন রাতে নির্বাচনী এলাকায় ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে থাকা নেতাকর্মীকে এলাকা ত্যাগের হুমকি দেয়া হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমার গাড়ি বহর থামিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এসব করে আমাকে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না। ৩০শে ডিসেম্বর ভয়কে জয় করে বিপুলসংখ্যক ভোটার অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। আমিও এলাকায় অবস্থান করব। তিনি মিথ্যা ও গায়েবি মামলায় নেতাকর্মীকে গ্রেপ্তারের নামে ভোটারদের ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। ড. রেজার বাড়িতে পুলিশের অভিযান নিয়ে থানার ওসি মোহাম্মদ ্‌ইকবাল হোসেন বলেন, বিভিন্ন মামলায় পলাতক আসামিরা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়েছ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওদিকে, একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ড. রেজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নির্বাচন পরিচলনা কমিটির সন্বয়ক উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশীদ হারুন, যুগ্ম আহ্বায়ক রায়েছ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়াও বিএনপি অধ্যুষিত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজার দাবি গ্রেপ্তার এড়াতে গ্রামে গ্রামে রাতে পাহারা দিয়ে রাত্রিযাপন করছে বিএনপি নেতাকর্মী। এর পরও পুলিশের অব্যাহত অভিযান থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Share.

Comments are closed.

Exit mobile version