এশিয়ান বাংলা, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দুটি দেশের নেতারা। একই সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ১লা জানুয়ারি মধ্যাহ্নে সৌদি আরবের বাদশাহ ও ক্রাউন প্রিন্স টেলিফোনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধে শেখ হাসিনার সাফল্য কামনা করেন। সন্ধ্যায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান কাতারের আমীর। তিনি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দুই দেশের পরস্পরের সম্পর্ক আরো দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন কাতারের আমীর।

লঙ্কান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন: এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক পৃথকভাবে টেলিফোন করেন এবং রোববারে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের জন্য শেখ হাসিনা, তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

প্রেস সচিব রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর জন্য লঙ্কান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রেস সচিব জানান, তিন নেতা আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।

Share.

Comments are closed.

Exit mobile version