এশিয়ান বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইল আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো ত্যাগ করেছে। নতুন বছরের প্রথম দিনেই দেশ দুটি সংস্থাটি ত্যাগ করার কথা জানায়।
এর আগে ২০১৭ সালে ইউনেস্কো ত্যাগ করার পরিকল্পনার কথা জানিয়েছিল ওয়াশিংটন ও ইসরাইল।
তাদের অভিযোগ, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ইসরাইলবিরোধী কাজ করছে। প্যারিস ভিত্তিক সংস্থা ইউনেস্কো পূর্ব জেরুজালেম দখল করায় ইসরাইলের সমালোচনা করেছিল এবং ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেছিল। যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সংস্কারের দাবি তুলেছে।

Share.

Comments are closed.

Exit mobile version