এশিয়ান বাংলা ডেস্ক : বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ সপ্তাহের প্রথম দিকেই সরে যাচ্ছেন। তার মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে তিন বছর আগেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার পর কে এই হাল ধরবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তার মধ্যে এখন পর্যন্ত যেসব নাম এসেছে তারা হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প, ট্রাম্পের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ম্যালপাস, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক এজেন্সির প্রধান মার্ক গ্রিন। এর মধ্যে ট্রাম্পের কন্যা ইভানকার সম্ভাবনা প্রবল বলে দ্য ফিনান্সিয়াল টাইমসকে উদ্ধৃত করে খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, যেসব নাম এসেছে তার মধ্যে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে বেশি বিবেচিত হতে পারে ইভানকা ট্রাম্পের নাম।
বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কিম সাবেক একজন শিক্ষাবিদ ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা।

তিনি এ পদ ছেড়ে ওয়াল স্ট্রিটে একটি বেসরকারি ইকুইটি বিষয়ক প্রতিষ্ঠানে যোগ দেবেন। ওই প্রতিষ্ঠানটি উদীয়মান বাজারে বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রকল্পে অর্থ সহায়তা দিয়ে থাকে। ওদিকে বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদ বলেছে, তাদের পরবর্তী প্রেসিডেন্ট হতে হবে নেতৃত্বের রেকর্ডে পরীক্ষিত, আন্তর্জাতিক অঙ্গনে বৃহৎ সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিষয়ক অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি খাত সম্পর্কেও তার জ্ঞান থাকতে হবে। বহুজাতিক সহযোগিতার ক্ষেত্রে তার থাকতে হবে প্রশংসা ও প্রতিশ্রুতি।
বিশ্বব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার যুক্তরাষ্ট্র। ঐতিহাসিকভাবে তারা যে প্রার্থীকে সুপারিশ করে তাকেই বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদ অনুমোদন দেয়। অন্যদিকে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান নির্বাচিত করে ইউরোপিয় অংশীদাররা।

Share.

Comments are closed.

Exit mobile version