এশিয়ান বাংলা ডেস্ক : চীনে একটি কয়লাখনির ছাদ ধসে কমপক্ষে ২১ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে চীনের উত্তরাঞ্চলে শানসি প্রদেশে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৬৬ জন শ্রমিককে। শনিবার এ দুর্ঘটনা ঘটে লিজিয়াগু খনিতে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। এ কোম্পানিটি পরিচালনা করতো বাইজি মাইনিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয় নি।
চীনে খনি দুর্ঘটনা খুব ঘন ঘন হয়ে থাকে। গত অক্টোবরে সেখানে শানডোং প্রদেশে পাথরের একটি বিশাল খন্ড পড়ে ভূ-গর্ভেই নিহত হন ২১ কয়লাশ্রমিক। চীনের জাতীয় কংলা খনি নিরাপত্তা বিষয়ক প্রশাসন বলেছে, শুধু ২০১৭ সালেই ৩৭৫ জন শ্রমিক মারা গেছেন।।

Share.

Comments are closed.

Exit mobile version