এশিয়ান বাংলা ডেস্ক : মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বর্তমানে কাতার সফরে রয়েছেন। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর মধ্যেকার দ্বন্দ্ব নিরসনই তার সফরের উদ্দেশ্য। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে আজ রোববার তিনি কাতারের দোহা বিমানবন্দরে নামেন। সৌদি আরব ও তার মিত্র রাষ্ট্রগুলোর কাতার অবরোধের ১৮ মাসের মাথায় পম্পেওর এই সফর। এ খবর দিয়েছে আল-জাজিরা।

এর আগে বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে পম্পেও বলেন, এ অঞ্চলের বৃহত্তর স্বার্থে পুরোনো শত্রুতা শেষ করার এখনি সময়। এরপর তিনি আরব আমিরাতের প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে দেখা করতে আবু ধাবিতে পৌঁছান। শনিবার আরব আমিরাতের রাজধানীতে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আবুধাবি থেকে সরাসরি দোহা আসেন পম্পেও।

Share.

Comments are closed.

Exit mobile version