এশিয়ান বাংলা ডেস্ক : ইন্টারপোলের সাবেক প্রধান মেং হংউইয়ের স্ত্রী গ্রেসি মেং ও তাদের সাত বছর বয়সী জমজ দুই সন্তান ফ্রান্সে আশ্রয় চেয়েছেন। তার স্বামী হংউই গত বছর শেষের দিকে চীন সফরে যাওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকেই আন্তর্জাতিক পুলিশি এজেন্সি ইন্টারপোলের সদর দপ্তর লিয়নে অবস্থান করছেন তার স্ত্রী ও সন্তানরা। গত অক্টোবরে হংউই চীন সফরে গেলে ঘুষ গ্রহণের দায়ে তাকে আটক করে চীন এবং তদন্ত চলতে থাকে। তার স্ত্রী ও সন্তানরা হুমকি পাওয়ার পর তাদেরকে রাখা হয়েছে পুলিশি নিরাপত্তার অধীনে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গ্রেসি মেংকে শুক্রবার ফ্রান্স ইন্টার রেডিও উদ্ধৃত করে রিপোর্ট প্রকাশ করে। তাতে গ্রেসি বলেন, আমাকে অপহরণ করা হতে পারে বলে আতঙ্কিত।

ভয়াবহ সব ফোন কল পেয়েছি আমি। এমন কি আমার গাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। চীনা একজন পুরুষ ও একজন নারী আমাকে হোটেল পর্যন্ত অনুসরণ করেছে। মিডিয়াকে দেয়া সাক্ষাতকারের সময় তিনি নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকার কারণে নিজের মুখ পর্যন্ত ক্যামেরার সামনে দেখাতে অস্বীকৃতি জানান। তিনি তার স্বামী নিখোঁজ হওয়ার দিন সম্পর্কে বলেন, সেদিন তিনি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কলের জন্য অপেক্ষা করতে একটি বার্তা পাঠান। এরপর তাকে বিপদসঙ্কেত বোঝাতে পাঠিয়েছেন একটি ছুরির ইমোজি।

Share.

Comments are closed.

Exit mobile version