এশিয়ান বাংলা ডেস্ক : মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করার অভিযোগে নিউ ইয়র্কে এক কিশোর সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ আছে, নিউ ইয়র্কে বসবাসকারী ইসলামপন্থি একটি ছোট সম্প্রদায়ের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিল। তাদের কাছে পাওয়া গেছে বাসায় তৈরি হাতবোমা ও আগ্নেয়াস্ত্র। ১৯৮০র দশকে পাকিস্তানি এক ধর্মীয় নেতা প্রতিষ্ঠিত ইসলামবার্গ নামের প্রতিষ্ঠানে তারা এসব নিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। একটি স্কুলের শিক্ষার্থীর পাতা ফাঁতে পা দিয়ে তাদের এই ষড়যন্ত্রের কথা প্রকাশিত হয় বা ধরা পড়ে। গ্রেপ্তার করা ওই ব্যক্তিরা হলো অ্যান্ড্রু ক্রাইসেল (১৮), ভিনসেন্ট ভেট্রোমাইল (১৯), ব্রায়ান কোলানেরি (২০) ও ১৬ বছর বয়সী এক টিনেজ। আটক তিন ব্যক্তিকে বুধবার আদালতে তোলার কথা রয়েছে। তদন্তকারীরা বলছেন, আটক কিশোরের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং আরও অন্তত ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
নিউইয়র্ক রাজ্যে গ্রিস শহরের পুলিশ প্রধান বলছেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তার ভিত্তিতেই পরে তদন্ত শুরু হয়। বিংহ্যামটন শহরের কাছে ক্যাটস্কিল পর্বতের পশ্চিমে বসবাস করে ইসলামবার্গ কমিউনিটি। মূলত আফ্রিকান-আমেরিকান একটি গ্রুপ নিউইয়র্ক থেকে সরে সেখানে বসতি গড়ে। এর আগে ২০১৭ সালে এই সম্প্রদায়ের একটি মসজিদ পুড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে একজনকে কারাদন্ড দিয়েছিল আদালত।