এশিয়ান বাংলা ডেস্ক : গহীন জঙ্গলে তিন বছরের হারিয়ে যাওয়া শিশুকে প্রচণ্ড শীতে টানা দুই দিন দুই রাত আগলে রাখল কালো ভাল্লুক। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়। গত মঙ্গলবার শিশুটি হারিয়ে যাওয়ার পর উদ্ধার কর্মীরা হেলিপ্টার ও ড্রোন দিয়ে তল্লাশির এক পর্যায়ে গত বৃহস্পতিবার একটি বিশাল কালো ভাল্লুকের কাছ থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। খবর দ্যা গার্ডিয়ানের।

উদ্ধারের পর শিশু ক্যাসির কথা শুনে সবার চোখ চড়কগাছ। তার বন্ধু (ভাল্লুক) তাকে প্রচণ্ড শীতের মধ্যেও ঝোপের মধ্যে নিজের উষ্ণতা দিয়ে আগলে রাখে। গত দুই দিন ওই ‘বন্ধুর’ সঙ্গে খেলা করে কাটিয়েছে বলে জানায় সে।

শিশুটির ফুপি ব্রেন্না হাথাওয়ে ফেসবুক পোস্টে লেখেন, হিংস্র প্রাণীদের আবাসস্থল এ গহীন জঙ্গলে ভাল্লুকের ছড়াছড়ি। আমরা যে তাকে অক্ষত পাব তা চিন্তাও করিনি।

এটা রীতিমতো একটা অবিশ্বাস্য ঘটনা। আল্লাহ তাকে বাঁচানোর জন্য বন্ধু হিসেবে ওই ভাল্লুকটিকে পাঠিয়েছেন।

Share.

Comments are closed.

Exit mobile version