এশিয়ান বাংলা, ঢাকা : ইলেক্ট্রনিক প্রতিষ্ঠান হুয়াওয়ের অর্থবিষয়ক প্রধান নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝো ইস্যুতে মন্তব্য করে পদ হারালেন চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত জন ম্যাকালাম। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে বরখাস্ত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, জন ম্যাকালামের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এর জন্য কোনো কারণ দর্শানো হয়নি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া অর্থনৈতিক অবরোধ উপেক্ষা করে গোপনে সেখানে ব্যবসা চালানোর অভিযোগে মেং’কে গ্রেপ্তার করতে কানাডাকে অনুরোধ করে যুক্তরাষ্ট্র। কানাডা তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চীন। তাছাড়া চীনের সঙ্গে কানাডার সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র চাইছে মেং’কে তাদের হাতে তুলে দেয়া হোক। এ নিয়ে মঙ্গলবার মন্তব্য করেন জন ম্যাকালাম। প্রকাশ্যে তিনি যুক্তি দেন যে, মেংকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার যে অনুরোধ করছে তা মারাত্মক ত্রুটিপূর্ণ একটি বিষয়। পরের দিন তিনি একটি বিবৃতি দেন। তাতে বলেন, ভুল করে ওই কথা বলে ফেলেছেন। তার ওই মন্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তবে শুক্রবার তিনি আবার বলেন, যদি যুক্তরাষ্ট্র ওই অনুরোধ প্রত্যাহার করে নেয় তাহলে তা হবে কানাডার জন্য উত্তম। এ অবস্থায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিবৃতিতে বলেছেন, চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত জন ম্যাকালামের সঙ্গে কথা বলে তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। তিনি আরো বলেছেন, বর্ষীয়ান এই কূটনীতিক সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রিপরিষদের অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এ জন্য তার প্রতি ও তার পরিবারের প্রতি ধন্যবাদ জানান ট্রুডো।
ওদিকে মেং ওয়ানঝো ঘটনাকে কেন্দ্র করে কানাডা ও চীনের মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক উত্তেজনা। এ মাসের শুরুর দিকে চীন একজন কানাডিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর আগে আদালত বলে, তাকে ১৫ বছরের জেল দেয়া হলে তা অনেক লঘু শাস্তি হবে। মেং ওয়ানঝোকে গ্রেপ্তার করার পর আরো দুজন কানাডিয়ানকে গ্রেপ্তার করেছে চীন। চীনের কিছু বিশ্লেষক মনে করেন, মেং ওয়ানঝোকে গ্রেপ্তারের ৃপাল্টা হিসেবে এ ব্যবস্থা নিয়েছে চীন। তবে চীন সরকার এমন অভিযোগ অস্বীকার করে। ওদিকে মেংকে দ্রুত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার জন্য কানাডার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠাবেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে যেন মেংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি অর্ডার প্রত্যাহার করে নেয়া হয়। তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার কোনো পদক্ষেপ নেয়া থেকে যেন তারা বিরত থাকে। মেং ওয়ানঝো গতমাসে কানাডার আদালতে জামিন পেয়েছেন।