এশিয়ান বাংলা ডেস্ক : রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে ভেনিজুয়েলা। একদিকে স্বঘোষিত ‘অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট’ হুয়ান গাইডো বুধবার ও শনিবার সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র আরো কড়া বার্তা দিয়েছে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক বা ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গাউডের বিরুদ্ধে কোনো হুমকি এলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। অনলাইন বিবিসি লিখেছে, দৃশ্যত ভেনিজুয়েলার রাজনৈতিক সঙ্কট স্ফুটনাংকে পৌঁছেছে। অর্থাৎ টগবগ করে ফুটতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেছেন, তাদের কোনো কূটনীতিক বা হুয়ান গাইডোর বিরুদ্ধে কোনো হুমকি এলে বা কোনো রকম ভীতি প্রদর্শন করা হলে তা আইনের ভয়াবহ লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ও কমপক্ষে আরো ২০টি দেশ হুয়ান গাইডোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার কয়েকদিন পরে এ হুঁশিয়ারি দিলেন জন বল্টন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক অভিযান নেয়ারও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ফ্রান্স, স্পেন, বৃটেন, জার্মানি অন্য কৌশলে চাপ সৃষ্টি করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তারা তাকে ৮ দিনের সময় দিয়েছে। এ সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন ঘোষণার আহ্বান জানানো হয়েছে তাকে। যদি তিনি তা না করেন তাহলে স্বঘোষিত হুয়ান গাইডোকে তারা প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া। তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালালে তাতে করুণ এক পরিণতি ডেকে আনবে। এরই মধ্যে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ পেয়েছে যে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সুরক্ষা দিতে ৪০০ সেনা সদস্যকে ভেনিজুয়েলায় পাঠিয়েছে রাশিয়া। সব কিছু মিলে এ ইস্যুতে বিশ্ব এখন স্পষ্টত দুইভাবে বিভক্ত। ভীষণ ঠান্ডা এক লড়াই চলছে। একে শীতল যুদ্ধের উত্তুঙ্গু সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। আবার বর্তমান সঙ্কটকে কেন্দ্র করে বড় ধরণের একটি যুদ্ধেরও সূচনা হতে পারে, যার পরিণাম দাঁড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে।

গত বছর ভেনিজুয়েলায় নির্বাচনে বিজয়ী হন নিকোলাস মাদুরো। তবে ওই ভোট বর্জন করেছিল বিরোধীরা। তাদের অভিযোগ ভোটে ব্যাপক হারে কারচুপি হয়েছে। এর প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তোলে বিরোধীরা। আন্তর্জাতিক মহল থেকে ওই নির্বাচনকে স্বীকৃতি দেয়া হয় নি। তবু ১০ই জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেন মাদুরো। এক্ষেত্রে তার পক্ষ নিয়েছে সেনাবাহিনী। তবে ওয়াশিংটনে ভেনিজুয়েলা দূতাবাসের সামরিক এটাচে কর্নেল হোসে লুইস সিলভা প্রেসিডেন্ট মাদুরোর পক্ষ ত্যাগ করেছেন। তিনি হুয়ান গাইডোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর পর পরই জন বল্টন টুইট করেছেন। তাতে তিনি পুনর্বার ওয়াশিংটনের অবস্থান সম্পর্কে সতর্ক করেন। গাইডোও দেশকে বুধবার অচল করে দিতে দুই ঘন্টার জন্য শান্তিপূর্ণ ধর্মঘটের ডাক দিয়েছেন। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি আত্মগোপনে রয়েছেন। সেখান থেকে তিনি এসব কর্মসূচি দিয়েছেন। শনিবার বড় রকমের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের র‌্যালির ডাক দিয়েছেন।

Share.

Comments are closed.

Exit mobile version