এশিয়ান বাংলা ডেস্ক : আবারো বিশ্বের শীর্ষ ধনী অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এর পরেই রয়েছেন বিল গেটস ও ওয়ারেন বাফেট। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন ফোরবিসের সর্বশেষ তালিকায় এ কথা বলা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অনেক পিছিয়ে রয়েছেন ৫১তম অবস্থানে। অন্যদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের তিন ধাপ পতন হয়েছে। আর নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের উত্থান ঘটেছে দুই ধাপ। মঙ্গলবার ফোরবিস ম্যাগাজিন ওই তালিকা প্রকাশ করে। এতে ৫৫ বছর বয়সী জেফ বেজোসের এক বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে ১৯০০ কোটি ডলার।

এর ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩১০০ কোটি ডলার। তিনি অ্যামাজনের শতকরা ১৬ ভাগের মালিক।

অন্যদিকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা মাইক্রোসফটের বিল গেটসের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৬৫০ কোটি ডলার। গত বছর এর পরিমাণ ছিল ৯০০০ কোটি ডলার।
তৃতীয় অবস্থানে রয়েছেন বিনিয়োগ গুরু বলে পরিচিত ৮৮ বছর বয়সী ওয়ারেন বাফেট। গত বছরে তার সম্পদ ১৫০ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ৮২৫০ কোটি ডলার। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন ফরাসি বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইটের বার্নার্ড আর্নল্ট। এতে বলা হয়েছে, মোট সম্পদ থেকে ৯০০ কোটি ডলার লোকসান দিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পঞ্চম থেকে অষ্টম অবস্থানে এসে দাঁড়িয়েছেন। তার সামনে আছেন মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম, জারা ও ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা স্পেনের আমানসিও ওর্তেগা এবং ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।
অন্যদিকে নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ দুই ধাপ উপরে উঠেছেন। তিনি আগের বছর ছিলেন ১১ নম্বর অবস্থানে। এবার তিনি উঠে এসেছেন ৯ নম্বরে। তার সম্পদ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৫৫০ কোটি ডলার। এ তালিকার শীর্ষ ২০ জন বিলিয়নিয়ারের মধ্যে রয়েছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি। তার অবস্থান ১৩ নম্বরে।

Share.

Comments are closed.

Exit mobile version