এশিয়ান বাংলা, লালমনিরহাট : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরস্থ যশোদা পরিবহনের টিকিট কাউন্টারে এক নারী যাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ গণধর্ষণের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলামকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিরা পালিয়ে গেছে। পুলিশের দেয়া তথ্য ও মামলার বিবরণে জানা গেছে, ভারত যাওয়ার উদ্দেশে যশোদা পরিবহনের একটি বাসে শেরপুর জেলার নকলা উপজেলা থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আসেন ওই নারী। পরে তার পাসপোর্ট এবং কাগজপত্র ঠিকঠাক করার কথা বলে তাই বাস কাউন্টারের একটি কক্ষে নেয়া হয়। পরে ওই কক্ষে প্রবেশ করে বুড়িমারী স্বেচ্ছাসেববক লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, নুরুন্নবী, আনছারুল ও ভোম্বল নামের ৪ যুবক। তারা জোরপূর্বক ওই নারী যাত্রীকে গণধর্ষণ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

যশোদা পরিবহন বাসটি ময়মনসিংহ রুটে যাতায়াত করে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মনসুর আলী জানান, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share.

Comments are closed.

Exit mobile version