যুক্তরাজ্যে সরকারি সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, জাতীয় সংসদ প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া মন্ত্রিপরিষদের সচিব, বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর প্রধান, বাংলাদেশ বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, কূটনৈতিক, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ফ্লাইটটির স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনীম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউরোপে থাকা বাংলাদেশের দূতদের এক সম্মেলনে যোগ দেবেন।’

এছাড়া বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রী লন্ডনে চোখের চিকিৎসা নেবেন।

আগামী ৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share.

Comments are closed.

Exit mobile version