যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘুদের সম্প্রদায়ের নির্যাতনের বিষয়ে যে অভিযোগ করেছেন তার এ বক্তব্যের সাথে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এক মত নয় বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ সেবা সংঘের আহবায়ক নকুল চন্দ্র সাহা ও সদস্য সচিব সুজন দে।

শনিবার এক বিবৃতিকে তারা বলেন, প্রিয়া সাহার বক্তব্যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্নু হয়েছে। তার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। কোনো একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তের অংশ হিসেবে প্রিয়া সাহা এ ধরনের অদ্ভুদ ও অসত্য বক্তব্য প্রকাশ করেছেন।

Share.

Comments are closed.

Exit mobile version