বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ জানে খালেদা জিয়া মুক্তি পেলে কোনোভাবেই তারা আর ক্ষমতায় আসতে পারবে না। সেজন্য তাকে জেলে রেখেছে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, খালেদা জিয়ার মামলা বা বিচার নয়, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হীনস্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে কারাগারে রাখা হয়েছে। কারণ একটাই, খালেদা জিয়া এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ জানে খালেদা জিয়া বাইরে থাকলে কোনোভাবেই পুনরায় ক্ষমতায় আসতে পারবে না, সেজন্য তাকে জেলে রেখেছে। আজকে যারা ক্ষমতায়, তারা ১৯৭৫ সালে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে হত্যা করেছে। বাকশাল প্রতিষ্ঠা করেছে।
জিয়াউর রহমান ২৫ মার্চ কালরাত্রির পরে অনিশ্চয়তার মধ্যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যেমনি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন তেমনি ৭ই নভেম্বর একইভাবে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরো বলেন, কয়েকদিন আগে ভাড়া করা একটি বিদেশি সংস্থা দিয়ে বলানো হয়েছে যে শেখ হাসিনার নাকি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয়। আগেও তাহলে জনপ্রিয় ছিলেন। এতো জনপ্রিয়তা থাকলে জনগণকে কেন ভোট দেয়ার সুযোগ দিলেন না। জনগণইতো ভোট দিয়ে ক্ষমতায় আনতো। আসলে জনগণকে ভোট দিতে দেবে না কেন, কারণ তারা নিজেরা জানে তারা কত অপ্রিয়। তারা ভাল করে জানে যদি জনগণ ভোট দিতে পারতো তাহলে তাদের কি অবস্থা হতো। সেইজন্য আগের রাতে লাজ লজ্জা সব ছেড়ে দিয়ে জনগণের সামনে আগের রাতে তারা ভোট ডাকাতি করেছে। জনগণের অধিকার ডাকাতি করেছে। আয়োজক সংগঠনের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে সভায় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।