ঢাকার নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। তার নাম সুজন মিয়া (২৯)। রবিবার (২৮ জুলাই)  সকাল ১০টায় দীঘিরপাড় এলাকায় ঢাকা-বান্দুরা সড়কের মসজিদ মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আবু সাঈদ জানান, সকালে  সুজন মিয়া দিঘীরপাড় মসজিদ মোড়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। তখন ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী বাসটি আটক করেছে। বাসের চালক পালিয়ে গেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version