সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বিকালে অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এটি এক দিনে রোগী ভর্তির এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। সরকারি হিসেবে এ পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা কয়েকগুণ। রাজধানীর হাসপাতালগুলোতে ব্যাপক সংখ্যায় ডেঙ্গু রোগী আসায় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। অনেক হাসপাতালে স্থান সংকুলনা না হওয়ায় রোগী ফিরিয়ে দিচ্ছে।

Share.

Comments are closed.

Exit mobile version