এডিস মশার কামড়ের ফলে সৃষ্ট ডেঙ্গু জ্বরের কবল থেকে বাঁচার জন্য জনসচেতনতা সৃষ্টি এবং সতর্কতা অবলম্বন ও আল্লাহর রহমত কামনা করে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এডিস মশার কামড়ে সৃষ্ট ডেঙ্গু জ্বর দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যেই ডেঙ্গু জ্বর সারা দেশে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দেশের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থা থেকে পরিত্রাণ লাভ করার জন্য সরকারকে আন্তরিকতা ও সততার সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার সুব্যবস্থা গ্রহণ করার সাথে সাথে এডিস মশা ধ্বংস করার জন্য ক্রাশ কর্মসূচি গ্রহণ করতে হবে। সরকারের পাশাপাশি চিকিৎসক সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজসহ সবাইকে সর্বস্তরের জনগণের মধ্যে ডেঙ্গু জ্বর ও এডিস মশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশা ধ্বংস করার ব্যাপারে সার্বিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।’

মকবুল আহমাদ বলেন, ‘এডিস মশা ধ্বংস করার লক্ষ্যে আসল ঔষধ ব্যবহার না করে নকল ঔষধ ব্যবহার করে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের সাথে প্রতারণা করেছে। বিলম্বে হলেও তা সরকার স্বীকার করেছে। এ থেকেই প্রমাণিত হচ্ছে যে, সরকারের উদাসীনতা ও গাফলতিতেই এডিস মশা যেমন আশংকাভাবে বৃদ্ধি পেয়েছে তেমনি ডেঙ্গু জ্বরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ জুলাই এডিস মশা ধ্বংস করার জন্য কার্যকর ঔষধ ছিটানোর জন্য ঢাকার ২ সিটি কর্পোরেশনের ২ জন মেয়রকে নির্দেশ দিয়েছেন। এ থেকেই প্রমাণিত হচ্ছে যে, এডিস মশা ধ্বংস করার জন্য তারা আগে অকার্যকর নকল ঔষধ ব্যবহার করেছিল। সরকার এর দায়িত্ব কিছুতেই এড়াতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যাপারে সরকার ও সরকারি-বেসরকারি সকল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের আন্তরিকভাবে দায়িত্ব পালন এবং ডেঙ্গু জ্বর থেকে আরোগ্য লাভ করে জীবন রক্ষা করার জন্য মহান আল্লাহর রহমত ও সাহায্য কামনা করে কায়মনো বাক্যে বিগলিত চিত্তে দোয়া করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

Share.

Comments are closed.

Exit mobile version