কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬ বছরের এক শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম নিলয়। সে কুলিয়ারচর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মাসকান্দি গ্রামের আনোয়ারুলের ছেলে। আর এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন একই গ্রামের হাবিব মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মাসকান্দি গ্রামের মৃত আব্দুল জলিল জিল্লুর ছেলে হবিব মিয়া সোমবার (২৯ জুলাই) দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত হবিব স্ত্রী পুতুলকে মারপিট করতে শুরু করে। এসময় স্ত্রী পুতুল (৪৫) স্বামীর হাত থেকে আত্মরক্ষার জন্য দৌড়ে নিজ ঘরের বাথরুমে আশ্রয় নেয়। সেখানে আত্মরক্ষার উপায় না পেয়ে দৌঁড়ে পার্শ্ববর্তী মোঃ জাহাঙ্গীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়।

অভিযুক্ত হবিব সেখানেও স্ত্রীকে মারপিট করার জন্য উদ্যত স্থানীয়রা স্ত্রী পুতুলকে রক্ষা করে। স্ত্রীকে মারপিট করতে না পেরে অভিযুক্ত হবিব সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পার্শ্ববর্তী বাড়ীর আনোয়ারুলের ৬ বছরের শিশু ছেলে নিলয়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে এলাপাথাড়ি আঘাত করে।

এতে শিশু নিলয় গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় আলমগীর মোল্লার স্ত্রী আখি বেগম (৪৫) অভিযুক্ত হবিবের হাত থেকে শিশু নিলয়কে রক্ষা করতে গেলে হবিব তাকেও আঘাত করে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত শিশু নিলয়ের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় নিলয়কে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাতুড়িপেটার শিকার শিশু নিলয়ের অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সোমবার রাত সাড়ে ১০টায় নিলয়ের মৃত্যু হয়।

Share.

Comments are closed.

Exit mobile version